Thursday, October 27, 2016

অপেক্ষা

তুমি আসবে বলে......................................

Wednesday, October 5, 2016

জীবনে ভালো মানুষ, ভালো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার।সবার ভাগ্যে সমান হয় না।
ভালোবাসা উজার করে দিলে ও অনেক সময়ই ঠকতে হয়।ঠকা জেতার লড়াইয়ে যে বেশি
আবেগ প্রবন তাকে আজীবন কাঁদতে হয় ভালোবাসার জন্য।এটাই ‍কি প্রকৃতির নিয়ম???
          কেন এই নিয়ম????-----------

Monday, August 15, 2016

৫। সূরা ২ আয়াত ২২৩
"তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য এক ক্ষেতখামার। সুতরাং তোমরা যখন যেমন ইচ্ছা কর তোমাদের ক্ষেতখামারে গমন করতে পারো।"
                      আল-কোরআন
৬। সূরা ২ আয়াত ২২৮
"অবশ্য পুরুষদের অবস্থান স্ত্রীদের কিছুটা উপরে"
                আল-কোরআন

Monday, June 27, 2016

কুরআনের বানী


আল্লাহ পাক বলেছেন যে,বনী আদমের যাবতীয় আমল তার নিজের জন্য ,কিন্তু রোজা এটা আমারই জন্য এবং আমিই তার বিনিময় দান করব ।

Tuesday, May 24, 2016

কষ্ট ....................সে তো খুব কাছে থাকে !

যাকে বেশি ভালোবাসো, তার সামান্য দেয়া কষ্টটা ওযে সয্য করা খুব কঠিন হয়ে পরে ।সামান্য কষ্ট যে কত চোখের পানি ঝড়ায় তা কেবল যে দু:খ পায় সেই ভালো করে বুঝে।কিন্তু অন্য কেউ তা বুঝেনা ।বুঝতে চেষ্টা ও হয় তো বা অনেক সময় করে না ।কষ্ট কে হাতের নাগালেই পাওয়া যায় ।কিন্তু সুখ তো সহযে পাওয়া যায় না ।সুখ পেতে হলে দু:খ কে বরন করে নিতে হয়।এটাই কি পৃথিবীর নিয়ম ?.............................


............................................









Tuesday, May 10, 2016

আশা নিয়ে বেচেঁ থাকে মানুষ

মানুষের জীবনে সব চাওয়া পাওয়া পুরন হয় না।তারপর ও আশা  সারে না ।আশায় বুক বেধে চলে সে প্রতিনিয়ত ।স্বপ্ন পূরনে ব্যস্ত প্রতিটা মানুষ চাওয়া পাওয়া পূরন করতে করতে একদিন পৃথিবী থেকে বিদায় নেয়।তবু ও শেষ হয় না চাওয়া ।এই জগতে আমরা শুধু চাই আর চাই,কিন্তু পৃথিবী কে কিছু দিয়েছি কি আমরা ? এই দুনিয়া আমাদের মনে রাখবে এমন কিছু কি করতে পেরেছি ? তারপর ও চলে জীবন,থেমে থাকে না।এভাবে সময় শেষ হয়ে যায়্।এভাবেই মানুষের জীবনের চাকা অবিরাম ভাবে চলছে,চলবে।আশাই মানুষ আনন্দ দিতে পারে,আশাই দুঃখ দিতে পারে।তবু হাল ছারে না মানুষ ।এটাই প্রকৃতির িঅঘোম নিয়ম।

Monday, April 25, 2016

পৃথিবীটা একটি রঙ্গমঞ্চ



পুরো দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ আর প্রতিটি নারী ও পুরুষ সেই মঞ্চের অভিনেতা; এ মঞ্চে প্রবেশপথও আছে,আবার বর্হিগমন পথও আছে,জীবনে একজন মানুষ এই মঞ্চে অসংথ্য চরিত্রে অভিনয় করেন। 


----------------------------------------------------শেক্সপিয়র 

Tuesday, March 1, 2016

ফিরে দেখা----

আজ আমি অনেক দিন পর ব্লগে কিছু লিখছি।কি লিখব ভেবে পাচিছনা,তবে এতটুকু লিখতে পেরে আমার ভালো লাগছে।এরপর থেকে মাঝে মাঝে লেখার চেস্টা করব।

Wednesday, February 3, 2016

First Post

This is my personal blog name is Sopnobad_স্বপ্নবাদ