Tuesday, May 24, 2016

কষ্ট ....................সে তো খুব কাছে থাকে !

যাকে বেশি ভালোবাসো, তার সামান্য দেয়া কষ্টটা ওযে সয্য করা খুব কঠিন হয়ে পরে ।সামান্য কষ্ট যে কত চোখের পানি ঝড়ায় তা কেবল যে দু:খ পায় সেই ভালো করে বুঝে।কিন্তু অন্য কেউ তা বুঝেনা ।বুঝতে চেষ্টা ও হয় তো বা অনেক সময় করে না ।কষ্ট কে হাতের নাগালেই পাওয়া যায় ।কিন্তু সুখ তো সহযে পাওয়া যায় না ।সুখ পেতে হলে দু:খ কে বরন করে নিতে হয়।এটাই কি পৃথিবীর নিয়ম ?.............................


............................................









Tuesday, May 10, 2016

আশা নিয়ে বেচেঁ থাকে মানুষ

মানুষের জীবনে সব চাওয়া পাওয়া পুরন হয় না।তারপর ও আশা  সারে না ।আশায় বুক বেধে চলে সে প্রতিনিয়ত ।স্বপ্ন পূরনে ব্যস্ত প্রতিটা মানুষ চাওয়া পাওয়া পূরন করতে করতে একদিন পৃথিবী থেকে বিদায় নেয়।তবু ও শেষ হয় না চাওয়া ।এই জগতে আমরা শুধু চাই আর চাই,কিন্তু পৃথিবী কে কিছু দিয়েছি কি আমরা ? এই দুনিয়া আমাদের মনে রাখবে এমন কিছু কি করতে পেরেছি ? তারপর ও চলে জীবন,থেমে থাকে না।এভাবে সময় শেষ হয়ে যায়্।এভাবেই মানুষের জীবনের চাকা অবিরাম ভাবে চলছে,চলবে।আশাই মানুষ আনন্দ দিতে পারে,আশাই দুঃখ দিতে পারে।তবু হাল ছারে না মানুষ ।এটাই প্রকৃতির িঅঘোম নিয়ম।