Tuesday, May 10, 2016

আশা নিয়ে বেচেঁ থাকে মানুষ

মানুষের জীবনে সব চাওয়া পাওয়া পুরন হয় না।তারপর ও আশা  সারে না ।আশায় বুক বেধে চলে সে প্রতিনিয়ত ।স্বপ্ন পূরনে ব্যস্ত প্রতিটা মানুষ চাওয়া পাওয়া পূরন করতে করতে একদিন পৃথিবী থেকে বিদায় নেয়।তবু ও শেষ হয় না চাওয়া ।এই জগতে আমরা শুধু চাই আর চাই,কিন্তু পৃথিবী কে কিছু দিয়েছি কি আমরা ? এই দুনিয়া আমাদের মনে রাখবে এমন কিছু কি করতে পেরেছি ? তারপর ও চলে জীবন,থেমে থাকে না।এভাবে সময় শেষ হয়ে যায়্।এভাবেই মানুষের জীবনের চাকা অবিরাম ভাবে চলছে,চলবে।আশাই মানুষ আনন্দ দিতে পারে,আশাই দুঃখ দিতে পারে।তবু হাল ছারে না মানুষ ।এটাই প্রকৃতির িঅঘোম নিয়ম।

No comments:

Post a Comment